গর্ভকালীন অবস্থায় একজন গর্ভবতী মোট চারবার সেবা(চেকআপ) গ্রহণ (৪মাস, ৬মাস, ৮মাস ও ৯মাসের মধ্যে) করে থাকে। সফটওয়্যারের মাধ্যমে যার রিপোর্ট প্রদান করবে এফডাব্লিউএ এবং উপজেলা পর্যায়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা/মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ও জেলা পর্যায়ে উপ-পরিচালক মহোদয়ের সিস্টেম থেকে ক্রস তা যাচাই করা হবে। প্রতিটি সেবার জন্য হ্যা অথবা না বাটনের অপশন থাকবে। হ্যা বাটন এবং না বাটনের মাধ্যমে কালার কোড পরিবর্তন হবে এবং কালার কোডের মাধ্যমে এক পলকেই সেবা নিশ্চিতকরণ সম্পর্কে ধারনা পাওয়া যাবে।
সন্তান প্রসবের দিন থেকে তিন দিন পর্যন্ত মা ও নবজাতকের শারিরীক অবস্থা ও তাদের অবস্থান (হাসপাতাল-সরকারি/প্রাইভেট, বাড়ি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। বিভিন্ন কালার কোডের মাধ্যমে তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে এক পলকেই ধারনা পাওয়া যায়। যা উপজেলা পর্যায়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা/মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি)গণ যাচাই করে থাকেন এবং জেলা পর্যায়ে উপ-পরিচালক মহোদয়ের কার্যালয় থেকে ক্রস চেক করে মনিটরিং করা হয়।
সন্তান জন্মের পর থেকে পরবর্তী ১৫ মাসের মধ্যে শিশু সেবা এবং টিকা পর্যবেক্ষণ করা হবে। এটি হ্যা অথবা না বাটন, রিপোর্টের কপি এবং কালার কোডের মাধ্যমে এক পলকে ধারনা নেওয়া যাবে। টিকা গুলোর মধ্যে অন্যতম হলো বিসিজি, পেন্টাভ্যালেন্ট, ওপিভি, আইপিভি, পিসিভি এবং এমআর
শিশু ৬ বছরের মধ্যে বিদ্যালয়ে ভর্তি হয়েছে কিনা সে বিষয়ে সফটওয়ারটির মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে। বিদ্যালয়ে নিবন্ধিত হলে হ্যা বাটন দেখাবে এবং কালার কোডের মাধ্যমে তা প্রদর্শিত হবে। ৬ বছরের মধ্যে বিদ্যালয়ে নিবন্ধিত না হলে কালার ও বাটন পরিবর্তন হবে না এবং সংকেত দেখাবে।
মা ও শিশু সেবা ব্যাবস্থাপনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মপদ্ধতির একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাবস্থাপনা পদ্ধতি । মা ও নবজাতক মৃত্যুহার হ্রাস করতে এই ব্যাবস্থাপনা পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যা একটি সুনিয়ন্ত্রিত পর্যবেক্ষনের মাধ্যমে মা ও শিশুসেবা নিশ্চিতকরনে ভূমিকা রাখে।
নব দম্পত্তির তালিকা যুক্ত করার মাধ্যমে গর্ভবতী মায়ের তালিকা নতুন করে যুক্ত করার প্রয়োজন হয় না। এলএমপি সংযুক্ত করেই গর্ভবতী মায়ের সেবা প্রদানের কার্যক্রম শুরু করা যাবে। ধাপে ধাপে প্রসবকালীন সেবা প্রদান এবং পরবর্তিতে টিকা পর্যবেক্ষন করা যাবে। প্রসবের সময় হতে পরপর তিন দিন মা ও নবজাতকের নিবিড় পর্যবেক্ষন এবং মনিটরিং ব্যাবস্থা থাকায় মাতৃ ও নবজাতকের মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে যাবে। মাঠ পর্যায়ে কর্মীদের অবস্থান ট্রেকিং ও রিপোর্ট আপলোড এবং উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের উক্ত কার্যক্রম তদারকির তথ্য আপলোডের মাধ্যমে সহজেই সঠিক পর্যবেক্ষনের সত্যতা যাচাই করা যাবে। এছাড়াও উপজেলা পর্যায়ে আপলোডকৃত সকল তথ্য জেলা পর্যায়ে উপ-পরিচালক মহোদয়ের কার্যালয় হতে ক্রস চেকিং-এর মাধ্যমে মনিটরিং নিশ্চিত করা হবে। এইসকল রিপোর্ট কালার কোডের মাধ্যমে সকল পর্যায়ে প্রদর্শিত হবে এবং উপ-পরিচালক ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে একপলকেই তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সকল ধরনের তালিকা মাসিক ও বাৎসরিক রিপোর্ট কিংবা উপজেলা ভিত্তিক ও জেলা ভিত্তিক রিপোর্ট প্রিন্ট করে হার্ড কপি হিসেবেও ব্যাবহার করা যাবে।
মোট সেবা
প্রসবকালীন পর্যবেক্ষণ
মাতৃমৃত্যু
নবজাতক মৃত্যু
অথবা অভিযোগ ও পরামর্শ জানাতে নিবন্ধণ করুন
চাঁদপুর
চাঁদপুর